পিরিয়ড এ্যাওয়ারনেস মুভমেন্ট ইন বাংলাদেশ

জ্যোতির গল্প

মেইল ঠিকানা

info@vertical-innovations.com

পিরিয়ড নিয়ে কথা বলার প্লাটফর্ম

পিরিয়ড নিয়ে জনসচেতনতা তৈরি করতে জ্যোতির যাত্রা শুরু। জ্যোতি পিরিয়ড নিয়ে কথা বলতে চায়। আমাদের কিশোরীরা, আমাদের নারীরা যাতে পিরিয়ডের সময় সহযোগিতা পেতে পারে, দ্বিধায় না থেকে আত্মবিশ্বাসী হতে পারে, সেটাই জ্যোতির প্রচেষ্টা। 

সারা পৃথিবীতে এখনও পিরিয়ড একটা ট্যাবু। যেন খুব গোপন, অচ্ছুৎ ব্যাপার। অথচ পিরিয়ডকে একজন নারীর মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়। 

পিরিয়ড নিয়ে আমাদের এই সামাজিক ট্যাবু আর প্রতিবন্ধকতার অচলায়তন ভাঙতেই জ্যোতির যাত্রা। জ্যোতি পিরিয়ড নিয়ে সামাজিক সচেতনতার পাশাপাশি পিরিয়ডকালীন সময়ে নারীর স্বাস্থ্য পরামর্শ সেবা, সহজে পিরিয়ড সামগ্রী প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করা, সামাজিক ভাবে পিরিয়ড সম্পর্কে যেন ইতিবাচক ভাবনা গড়ে ওঠে, সেটা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছে। 

চলুন, পিরিয়ড নিয়ে কথা বলি। আমাদের কিশোরীরা, বোনেরা, মায়েরা যেন আর তথ্য ও পিরিয়ডসামগ্রীর অভাবে কষ্টে না থাকে। কারো যেন স্কুলে যাওয়া বন্ধ না হয়। 

কার্যক্রম

জ্যোতি যা
করে

পিরিয়ড নিয়ে জ্যোতির কার্যক্রমগুলো দিন দিন বিকশিত হচ্ছে। নতুন নতুন ভাবে সামনে এগিয়ে যাচ্ছে আমাদের পিরিয়ড সচেতনতার আন্দোলন।

তথ্য সেবা

পিরিয়ডকে সামাজিক ভাবে গোপনীয় বিষয় হিসেবে বিবেচনা করা হয়। পিরিয়ড সম্পর্কিত তথ্য উপাত্ত ও চিকিৎসা পরামর্শ পাওয়ায় অনেকের জন্য দুষ্কর। তাই জ্যোতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবসাইটের মাধ্যমে নানান তথ্য সেবা সরবরাহ করে।

সচেতনতা তৈরি

পিরিয়ড নিয়ে অচলায়তন ভাঙতে হলে সামাজিক সচেতনতা জরুরি। জ্যোতি পিরিয়ড নিয়ে সামাজিক সচেতনতা বাড়াতে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। কেবল সামাজিক সচেতনতা পিরিয়ড জটিলতায় নানান রোগব্যধি থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে পারে।

সুলভে ন্যাপকিন

জ্যোতি দেশের বিভিন্ন প্রান্তের অতি দরিদ্র কিশোরী ও নারীদের পিরিয়ডে স্বাস্থ্য সামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কার্যক্রম পরিচালনা করে আসছে।

ন্যাপকিন ভেন্ডিং মেশিন

স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গায় সহজে স্যানিটারি ন্যাপকিন প্রাপ্তি নিশ্চিত করতে জ্যোতি দেশের বিভিন্ন জায়গায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনা করছে।

পিরিয়ড
পরামর্শ
যখন তখন

জ্যোতি বাংলাদেশের সব কিশোরী আর নারীদের জন্য বিনামূল্যে পিরিয়ডকালীন জটিলতায় পরামর্শ সেবা প্রদান করছে। সেবাটি পেতে আমাদের মেসঞ্জারে নক করো কিংবা ই-মেইল পাঠাও।

আমাদের উদ্দেশ্য

পিরিয়ড নিয়ে মানুষের ভুল ভাবনার অচলায়তন ভাঙতে চাই আমরা। পিরিয়ড নারীর যে খুব স্বাভাবিক, মৌলিক স্বাস্থ্য অধিকার, এই বিষয়টি প্রতিষ্ঠা করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছি। আমরা আপনার মতো অসংখ্য মানুষকে যুক্ত করতে চাই আমাদের এ প্রচেষ্টায়। স্বপ্নে। লড়াইয়ে। 

আমাদের স্বপ্ন

আমরা স্বপ্ন দেখি পিরিয়ডকে কেউ ট্যাবু হিসেবে দেখবে না। পিরিয়ডের জন্য একজন নারী বা কিশোরীকে অস্বস্তিতে ভুগতে হবে না। দেশের সরকার সব কিশোরী আর নারীর জন্য বিনামূল্যে পিরিয়ড বিতরণ করবে। আমাদের স্কুলগুলো ছাত্রীদের পিরিয়ডের কথা বিবেচনা করে আলাদা ব্যবস্থা রাখবে। 

ফ্রি ন্যাপকিন বিতরণ
0 +
তথ্য সেবা প্রাপ্ত কিশোরী/নারী
0 +
জ্যোতি সদস্য
0 +

জ্যোতি অ্যাম্বাসেডর
হতে চাইলে

জ্যোতি পরিবারে তোমাকে স্বাগতম। জ্যোতি অ্যাম্বাসেডর হতে চাইলে মেসেজ পাঠাতে পারো আমাদের ফেসবুক পেইজে কিংবা মেইল পাঠাতো পারো hello@jyoti.com.bd ঠিকানায়। তোমার অপেক্ষায় আমরা…