মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তৈরী পোশাক শিল্প কারখানাতে জ্যোতি ভেন্ডিং মেশিন স্থাপন করার পর, জ্যোতি সামগ্রিক সেবার অংশ হিসাবে নিয়মিতভাবে এ সকল স্থানে মাসিককালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করে আসছে জ্যোতি টীম।

এ পর্যন্ত, ৭০,০০০ এরও বেশি কিশোরী ও নারীর কাছে মাসিক কালীন সঠিক স্বাস্থ্য ব্যাবস্থাপনার তথ্য পৌঁছে দিয়েছে জ্যোতি। 

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে মাসিক একটি ট্যাবু। ফার্মেসী বা দোকান থেকে প্যাড সংগ্রহ করতে ইতস্তত বোধ করেন অধিকাংশ নারী। 

নারীদের এই সমস্যা সমাধানে জ্যোতি অটোমেটিক ভেন্ডিং মেশিন স্থাপন করে চলেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও তৈরি পোশাকের কারখানায়। জ্যোতি ভেন্ডিং মেশিন থেকে সহজে এবং বাজার দরের থেকে কম মুল্যে সেরা ব্রান্ডের প্যাড সংগ্রহ করা যায় খুবই সহজে।