স্নিগ্ধা দত্ত :
আমি- মা(শ্বাশুড়ি) আমার শরীর খারাপ (পিরিয়ড) হয়েছে। খুব পেট ব্যাথা করছে।
মা- তাহলে শুয়ে থাকো, বিশ্রাম করো।
আমি- বিছানায় শুয়ে ব্যাথায় কাতরাচ্ছি আর কান্না করছি। এইটা নতুন কিছু না, শুরু থেকে পিরিয়ডের প্রথম ২ দিন প্রচন্ড পেট ব্যাথা আমাকে কষ্টের শেষ প্রান্তে নিয়ে যায়।
মা- এই নাও গরম দুধ আর চা। এইগুলো খাওয়ার পর ব্যাথা একটু কমবে।
আমি- ঠিকআছে মা।
মা- শোন রাজু (আমার স্বামী) তুই বৌয়ের খেয়াল রাখ, কখন কি লাগে দেখ।
আমি- আমার কিছু লাগবে না মা।
মা- ঠিক আছে তুমি একটু ঘুমাও। ঘুমালে ভালো লাগবে।
বিয়ের পর ৫বছর পর্যন্ত এইভাবে চলছে। যদিও রাজু অফিসের কাজে এখন বেশি ব্যস্ত থাকে তাও যতটা পারে পিরিয়ডের সময় আমাকে বিভিন্ন কাজে সাহায্য করে।
বিয়ের পর পিরিয়ডের সময় একটা মেয়ে শ্বশুর বাড়ির মানুষকে পাশে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি হয়তো কোনো জন্মে পূণ্য করেছি তাই এমন শ্বাশুড়ি পেয়েছি। এখনো কোনো অনুষ্ঠান নামলে আমার শ্বাশুড়ি আগে আমার পিরিয়ডের ডেইট নিয়ে চিন্তায় পড়ে যায়।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার শ্বাশুড়ি যেন ১০০বছর বেঁচে থাকে।